কারার ঐ লৌহ কপাট- কাজী নজরুল ইসলাম - Monsurpur News BD

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 2, 2020

কারার ঐ লৌহ কপাট- কাজী নজরুল ইসলাম

গানের কথা

 

কারার ঐ লৌহকপাট

ভেঙে ফেল কর রে লোপাট

রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

কারার ঐ লৌহকপাট

ভেঙে ফেল কর রে লোপাট

রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

 

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ

ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

 

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ

ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল

 কর রে লোপাট রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

 

গাজনের বাজনা বাজা কে মালিক, কে সে রাজা

গাজনের বাজনা বাজা কে মালিক, কে সে রাজা

কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?

কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?

 

হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে

কারার ঐ লৌহকপাট

ভেঙে ফেল কর রে লোপাট রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

 

ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা

ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা

গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে

গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে

মার হাঁক হায়দারী হাঁক,

কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে

কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

 

নাচে ওই কালবোশেখী কাটাবি কাল বসে কি নাচে ওই কালবোশেখী কাটাবি কাল বসে কি

দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি

লাথি মার ভাঙরে তালা

যত সব বন্দী শালায় আগুন-জ্বালা, আগুন-জ্বালা ফেল উপাড়ি

লাথি মার ভাঙরে তালা যত সব বন্দী শালায় আগুন-জ্বালা, আগুন-জ্বালা ফেল উপাড়ি

কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

 

ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

 

নজরুল ইসলাম এর  গান টি  বাংলার মানুষের ভিতরে একটি আলোরন তৈরি করে । ভিতরে একটি শক্তি সৃষ্টি হয়। 

প্রকাশেঃ মতিউর রহমান

 

 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here